চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নরে মইক্কাঘোনা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমআর আরিফুল হক (৩৫) নিহত হয়েছেন। এসময় ওই মোটরসাইকেলের চালক বাবুল (৩৩) আহত হয়।
শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ডুলাহাজারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসি পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর একটার দিকে খুটাখালীর মাইক্কাঘোনা এলাকায় একইমুখি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক বাবুল আহত হলেও আরোহী আরিফুল হক ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বাসচাপায় নিহত আরিফুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল