বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্ত্বরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৫ বাসযাত্রী।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন যাত্রী নিহত হন। আহত হয় বাসটির আরও ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভর্তি ১৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল