পাবনার চাটমোহরে পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরকে পিটিয়ে হত্যা করেছে মেয়ে জামাতা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রমের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুস সাত্তার (৬৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, বছর দুয়েক পূর্বে চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ের সাথে একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে ইমনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর বছর খানেক ভালোভাবেই চলে তাদের সংসার। সম্প্রতি ইমনের স্ত্রী তার বাবার বাড়িতে এলে আর স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। বার বার তাগাদা দিয়েও কোন লাভ হয়নি। শুক্রবার সন্ধ্যায় ইমন তার বাবা দলিল উদ্দিনকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যায়।
এ সময় ওই বাড়িতে ইমন স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকেন এবং শ্বশুরকে কৈফয়ত তলব করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এর এক পর্যায়ে ইমন ও তার বাবা দলিল উদ্দিন মিলে শ্বশুর আব্দুস সাত্তারকে বেদমভাবে মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা চলছে। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল