চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দীন আলির ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সুজন (২২) ও নুরনবীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৯)।
শুক্রবার বিকেলে আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন