টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ ছয়জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ দুপুরে উপজেলার জিতাশ্বরীর এলাকায় এ ঘটনা ঘটে।
আক্রন্তরা হলো জান্নাত (০৩), মীম আক্তার (২০), আলেয়া (৩৫), জহুরা বেগম, মজিবর রহমান (৬০) ও হাউসি বেগম (৫৫)। তাদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জিতাশ্বরীর এলাকার মজিবর রহমান তার বাড়িতে আকস্মিকভাবে অজ্ঞান হলে তাকে দেখতে আসে তার আত্মীয় জহুরা বেগম। মজিবরের পাশে কিছুক্ষণ অবস্থান নিলে জহুরা বেগম আকস্মিক অজ্ঞান হয়ে যায়। এরপর পর্যায়ক্রমে ওই বাড়ির আরো চারজন অজ্ঞান হয়ে যায়। তাদেরকে দ্রুত সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কি কারণে তারা অজ্ঞান হলো এ বিষয়ে কেউ কিছু বলতে পারেছে না।
এ বিষয়ে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শামসুল আলম বলেন, রোগীদের পেশার কমে গেছে। চোখের মনি ছোট হয়ে আসছে। এ ধরনের ঘটনা যেকোন ভাইরাসে আক্রান্ত হয়ে ঘটে থাকে। হয়তো ভাইরাসে আক্রান্ত কোন ব্রয়লারের মাংশ খাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী বলেন, এ ঘটনায় এলাকায় অাতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থা এই প্রথম দেখা গেছে এই এলাকায়।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল