মুন্সীগঞ্জের গজারিয়ার করিমখা গ্রামে শুক্রবার বিকেলে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তি মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হল ইমামপুর ইউনিয়নের করিমখা গ্রামের হাফেজ আহম্মদের মেয়ে নুসরাত(৪) ও একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে হাফসা(৪)।
নিহতদের পারিবারীক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হবার পর তাদেরকে আর খুজে পাওয়া যায় নাই। এক পর্য়ায়ে সন্ধা সাড়ে ৬টার দিকে তাদেরকে খুজাখুজি করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে একজনের মৃতদেহ ভাসতে দেখা যায়।
পরে স্বজনরা অপর শিশুটিকেও অচেতন অবস্থায় সেই পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা, শাহরিযার সুলতান তাদেরকে মৃত ঘোষনা করেন। এক সাথে প্রতিবেশী দুই শিশুর পানিতে পড়ে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর