চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মৃত সেই মোটরসাইকেল আরোহীর নাম জাকিরুল ইসলাম (২৬)।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শরীফুল ও নাসির নামে আরও দুই জন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে জাকিরুল, শরীফুল ও নাসির মোটরসাইকেলযোগে জুড়ানপর থেকে মোক্তারপুরের দিকে যাচ্ছিলেন। এসময় মোক্তারপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জাকিরুল।
তিনি আরও জানান, শরীফুল ও নাসির গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর