“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো মাগুরাতে আজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
সকালে মাগুরা জেলা জজ কোর্টের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। পরে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা ও রক্ত দানসহ নানা কর্মসূচি। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, সিভিল সার্জন মুন্সী ছাদুল্লাহ, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/হিমেল