উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইড এর সুফল পাচ্ছে সারা বাংলাদেশ- এই স্লোগোনে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এ.এন.এম মোরশেদ খান। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মো. ফারুকী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পিপি মহিব উল্লা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে জেলা শহরে শোভাযাত্রাও বের করা হয়। জেলা জজ আদালতের সামনে লিগ্যাল এইড মেলা ও বিনামূল্যে রক্ত গ্রপ নির্ণয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা