টাঙ্গাইলে শনিবার ভোরে পরকীয়ার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মাজেদুল (৩৫), বাড়ি গাজিপুরে।
তিনি একটি তাঁত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে রাবনা বাইপাস এলাকার সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছায়েদুর রহমান জানান, মাজেদুল তাঁত ফ্যাক্টোরির পাশের বাড়ির স্বামী পরিত্যক্তা এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। শনিবার ভোরে মাজেদুল ওই নারীর বাড়িতে যায়। এসময় টের পেয়ে ওই নারীর পরিবারের লোকজন মাজেদুলকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ মাজেদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাজেদুলকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা