জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হল রবীন্দ্র সন্ধ্যা। গত শুক্রবার সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরার সাংস্কৃতি অনুরাগী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে- এ গানটির সাথে সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে একক ও দলীয় সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান মাউথ অর্গান বাজিয়ে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক আজমুল হক, ভাষা সৈনিক খান জিয়াউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ উপস্থিত দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চার শতাধিক দর্শক দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এ অনুষ্ঠান আগামী দিনে রবীন্দ্রচর্চায় অনুপ্রেরণা জোগাবে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা