বরিশালের উজিরপুরে জেড. এ. খান মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ইয়ুথ ব্লাড ব্যাংকের উদ্যোগে শনিবার সকাল ৯টায় দিনব্যাপী ক্যাম্প শুরু হয়। বিভিন্ন সংকটকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি প্রতি মাসে এই ক্যাম্পের আয়োজন করে আসছে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী ক্যাম্পে প্রায় ১ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করার কথা জানিয়েছেন বরিশাল ইয়ুথ ব্লাড ব্যাংকের সভাপতি সুমন পোদ্দার সূর্য্য।
দিনব্যাপী ক্যাম্পে সভাপতি সূর্য্য এবং সাধারণ সম্পাদক আল আমিন ফকিরসহ ওই সংগঠনের ৪০জন সদস্য অংশ নেয়।
২০১৩ প্রতিষ্ঠিত বরিশাল ইয়ুথ ব্লাড ব্যাংক গত ৫ বছরে বিনামূল্যে ১৫ হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। এছাড়া তারা বিভিন্ন ডোনারদের (স্বেচ্ছায় রক্তদাতা) কাছ থেকে প্রতিমাসে আড়াই শ' থেকে ৩ শ' ব্যাগ রক্ত সংগ্রহ করে বিপদগ্রস্ত মানুষের সহায়তা করে আসছে বলে জানিয়েছেন বরিশাল ইয়ুথ ব্লাড ব্যাংক সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা