পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী হিস্টেরিয়া (গণমনস্তাতিক) রোগে আক্রান্ত হওয়ায় তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চলাকালীন এ ঘটনা ঘটে।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সকালে প্রভাতি শাখার ক্লাস শুরুর পরে বিদ্যুৎ চলে যায়। এ সময় গরমের কারণে ৯ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার সাম্মি অসুস্থ হয়ে পড়ে। এরপরে ৭ম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তারও অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর আরো ৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পরে ফলে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রী অসুস্থ হবার কারণে আজ বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ননী গোপাল রায় জানান, ছাত্রীদের অসুস্থতার কারণ মূলত হিস্টেরিয়া বা গণমনস্তাতিক। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া যাদের অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণের ব্যবস্থা চলছে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/হিমেল