'উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দিনাজপুর কমিটি। শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড অফিস প্রাঙ্গণ হতে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ দিনাজপুর এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি দিনাজপুরের চেয়ারম্যান হোসেন শহীদ আহমদ, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম।
র্যালি শেষে জেলা জজ আদালত দিনাজপুরের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়েরা জজ এবং জাতীয় আইনগত সংস্থা জেলা কমিটি দিনাজপুরের হোসেন শহীদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (অতিঃ দায়িত্ব) ও সিনিয়র সহকারী জজ শিশির কুমার বসু।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুরের জেলা জজ মো. জালাল উদ্দীন, স্পেশাল জজ মো. মাহমুদুল করিম, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট মেহেবুব আলম লিটন চৌধুরী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুজ্জামান জাহানী প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশের উচ্চ ও নিম্ন আদালতগুলোতে প্রায় ৩৩ লাখের বেশি মামলা চলমান আছে এবং দিন দিন মামলার সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। মামলার জট কমাতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি ব্যাপক ভূমিকা রাখতে পারে।
আমাদের দেশের দরিদ্র মানুষরা জানেন না সরকারি খরচে আইনি সেবা পাওয়া যায়। সে ব্যাপারে সকলকে সচেতন করতে আইনজীবী, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম