বৈশাখের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। শনিবার দুপুরে নীলফামারীর শিল্পীদের আয়োজনে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আহসান রহীম মঞ্জিলের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান বক্তৃতা করেন।
এরপর সেখানে ভাওয়াইয়া, গীত, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এর আগে, বেলা ১২টায় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। দিনব্যাপী মেলায় গ্রামীণ সংস্কৃতির ১০টি স্টল স্থান পায়।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম