প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘আমাদের সন্তানরা বদলে গেলে, আমাদের দেশ বদলে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশকে বদলে দেবার দায়িত্ব নেই।’
উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন হলিডে ইয়ুথ ইন চত্বরে প্রাথামিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে উদ্বুদ্ধকরণ জন সচেতনতা মূলক মতবিনিময় সভা ও মা-অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘মাগো, আপনার সন্তানকে মানুষ মানুষ হিসেবে গড়ে তুলুন, আপনি (মা) সন্তানকে অ,আ, ক, খ থেকে খাওয়া, চলাফেরাসহ সার্বিক বিষয় শিখাচ্ছেন। আপনার মতো কেউ বড় শিক্ষক আর নাই ‘মা’। শেখ হাসিনা ছাড়া অন্য কোন প্রধানমন্ত্রী, মায়েদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নের জন্য কথা বলা বা মতবিনিময় করেনি। শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনার এই উদ্যোগ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক হোমায়েত উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক এসএম ফারুক, উপ পরিচালক মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ।
এছাড়া কলাপাড়া উপজেলার আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৪২ হাজার শিক্ষার্থীদের দুই সহস্রাধীক অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলেন। এদের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিষয় উঠে এলে মন্ত্রী পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে দীর্ঘ দিনের বিদ্যমান সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর