আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও বহন করতে প্রতি বছরের মতো দিনাজপুরের খানসামায় ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমতে দেখা যায়। চরক মেলাকে কেন্দ্র করে মেলায় রকমারী দোকান বসতে দেখা গেছে যা শিশু ও কিশোর কিশোরীদের আকর্ষণ করে।
গত শুক্রবার সন্ধ্যার আগে খানসামার নলবাড়ী গ্রামের বড়ডাঙ্গায় চড়ক পূজা উদযাপন কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী এই চরক মেলা বসে। মেলার মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরক পূজা ও বিভিন্ন নিয়ম পালন করে চরক মেলার আনুষ্ঠকিতা শেষ করে। মেলায় চরক গাছে জীবন্ত মানুষকে পিঠে লোহার কল ফুড়িয়ে বাঁশের চরকিতে বেধেঁ ঘুরানো হয়। স্থানীয় ভাষায় এ মেলাকে বলা হয় পিঠফোড়া মেলা।
দক্ষিণ নলবাড়ী বড়ডাঙ্গা চড়ক পূজা কমিটির সভাপতি রাজেন্দ্র নাথ রায় জানান, এই চরক মেলা প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন ধরে এই চরক পূজা ও মেলার আয়োজন করে। তারই অংশ হিসেবে এই চরক মেলার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামার গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ, ইউপি সদস্য জহুরুল হক, পরিচালক বিনত চন্দ্র রায় সহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান