তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্বাধীনতার পর সারাদেশে স্থাপিত ৭৫ হাজার মাদ্রাসায় ২৬ লাখ শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। শনিবার দুপুরে নাটোরের সিংড়া হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
পলক বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও জায়গা বরাদ্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন, বিশ্ব ইজতেমার জমি বরাদ্দ করে ইসলামের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন।
সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবাইকে দ্বীনি শিক্ষায় হাত প্রসারিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মাওলানা, আব্দুস ছালামসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, সিংড়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম