মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে।
আজ বিকাল ৪টা ২৫ মিনিটের সময় কুয়েত থেকে বিমান যোগে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন ৩০ সদস্যের এই প্রতিনিধি দল। কক্সবাজার বিমানবন্দর থেকে এ প্রতিনিধি দল ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান। ওই হোটেলে সন্ধ্যা সাড়ে ৬ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবসন কমিশনারের সাথে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।
আগামীকাল রবিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন তারা। এসময় রোহিঙ্গাদের কাছ থেকে তারা রাখাইনে নির্যাতনের বর্ণনা শুনবেন। পরিদর্শন শেষে দুপুরে কুতুপালং ডি-ব্লকে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করার কথা রয়েছে। এর পর বিকাল সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন। এই দিন ঢাকায় রেডিসন হোটেলে বিশ্রাম নেবে প্রতিনিধি দলটি। পরেরদিন সোমবার সকাল সাড়ে ৯ টায় প্রতিনিধি দলের সদস্যদের সাথে গণভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর সকাল সাড়ে ১০ টায় মিয়ানমারের উদ্দেশে বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল।
বিডিপ্রতিদিন/ ই-জাহান