ঝিনাইদহের কালীগঞ্জে মিলা দাস (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে কালীগঞ্জ পৌরসভার শিবনগর দাসপাড়ার চিত্রা নদীর ধারে বিল্লালের আখ ক্ষেতে থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলা দাস শিবনগর দাসপাড়ার মল্লিক দাসের স্ত্রী।
মিলা দাসের ছোট ছেলে সাগর দাস জানান, অসুস্থ ভাবি কল্পনা রানী দাসকে দেখতে বাড়ির সবাই কালীগঞ্জ হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আমার মা বিকাল সাড়ে ৪টার দিকে নদীতে গোসল করতে যায়। বিকাল ৫টার দিকে মাঠে কর্মরত লোকজন মায়ের লাশ দেখে তাদের খবর দেয়। তিনি বলেন, আমার মা শিবনগর উত্তম ও পম্পাদের বাসায় কাজ করতো। আমার মায়ের সাথে কারও কোন শত্রুতা ছিল না।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, স্থানীয়রা নদীর পাড়ের একটি আখ ক্ষেতে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে। তিনি আরো বলেন, নিহত মিলা দাসকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের হয়নি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান