রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে লুটপাট হয়। এক কথায়-আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে আগামী নির্বাচনে আবারও নৌকা ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। দল মত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা ভোট দিন। নৌকা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা কহিনুর আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহাম্মদ খোকন, একরামুল হক, কাজী জাফর, জানে আলম ভুঁইয়া, জাফর ইকবাল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান মুরাদ, বিশিষ্ট সমাজ সেবক এমরানুল হক কামাল, চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান