বাড়িতে প্রচুর লোক সমাগম, অতিথিতে ভরপুর। উপলক্ষ বৌভাত।কিন্তু এমন উৎসব-আনন্দঘন পরিবেশ নিমেষেই ঘোর অমানিশায় পরিণত হল বিনা মেঘে বজ্রপাতের মত এক সড়ক দুর্ঘটনার খবরে। বিয়ের একদিন পেরুতেই স্বামী হারালেন নববধূ লাবনী।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ফজল কারিগরের ছেলে সাগর হোসেন (২৫) শুক্রবার বিকেলে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামারপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে লাবনীর (২১) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
শনিবার সাগরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। সাগর রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে কর্মরত ছিলেন। প্রকল্পের কয়েকজন কর্মকর্তাকে বিয়ের অনুষ্ঠানে আনতে বন্ধুর মোটরসাইকেলে রূপপুর যাচ্ছিলেন। পথে একটি পাওয়ার ট্রলির সঙ্গে সাগরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় শোকার্ত মানুষের ভীড় জমে। নববধূ লাবনীর আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। তবে পারিবারিক আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্যে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে সাগরের মৃতদেহ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান