বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ছাত্রদের আন্দোলনে প্রধানমন্ত্রী সকল কোটা বাদ দেয়ার ঘোষণা দিলেও তিনি প্রতিবন্ধীদের আলাদাভাবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিশেষ নিয়োগের মাধ্যমে তাদের প্রতিষ্ঠিত করা হবে।
শনিবার দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়ায় সুইড স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাশেদ খান মেনন একথা বলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এড. সৈয়দ জাহাঙ্গীর শামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক মোঃ রুহুল আমীন শেখ, রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা মাহমুদ।
এর আগে সকাল ১১টায় মন্ত্রী মেনন শনিবার দুুপুরে ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও ফিজিও থেরাপি সেন্টর উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাশেদ খান মেননএসময় বলেন, সাধারণ অলিম্পিকে আমরা গোল্ড মেডেল আনতে পারিনি, কিন্তু প্রতিবন্ধীদের অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি তারা দেশের গৌরব বাড়িয়েছে। সুতরাং প্রতিবন্ধীরা দেশের বোঝা, কিম্বা অভিশাপ নয়।
তিনি বলেন, সরকার যখন প্রতিবন্ধীদের ওপর বিষেশভাবে গুরুত্ব দিতে শুরু করেছে তখন বিভিন্ন স্থানে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে। চাকরি দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক মোঃ রুহুল আমীন শেখ। বিকেলে রাজাপুর উপজেলা ওয়ার্কাস পার্টি আয়োজিত মুজিব নগর দিবস স্বাধীনতার ঘোষনা পত্র ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী মেনন। রাজাপুর উপজেলা ওয়ার্কস পার্টির সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক মোঃ রুহুল আমীন শেখ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান