শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারের দুইটি দোকান থেকে ২৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৬ টার দিকে চালগুলো উদ্ধার করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অবৈধভাবে সরকারি চাল মজুদ রাখার অভিযোগ পেয়ে বুধবার বিকাল ৪ টার দিকে ভেদরগঞ্জ বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ও আফজাল ব্যপারীর দোকানে অভিযান চালানো হয়। দোকান দুটি থেকে ২৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে ওই চাল জব্দ করে পুলিশ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, চালগুলো জব্দ করা হয়েছে। ওই চাল যে সরকারি তা ব্যবসায়ী দুজন স্বীকার করেছেন। তাদের কাছে চাল আসার যে উৎসের কথা বলেছেন তা তদন্ত করার জন্য তিন সদস্যর তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি বিষয়টি তদন্ত করে সরকারি চাল খোলাবাজারে যাওয়ার উৎস বের করবে। উপজেলা খাদ্য কর্মকর্তা ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করবেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান