কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুড়া পাথরে বিজয় এক্সপ্রেস ট্রেনের চালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। ফলে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে কিশোরগঞ্জ ছেড়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত পৌনে ১০ টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে যাবার আগে শহরের শোলাকিয়া এলাকায় পাথর ছুড়ার ঘটনাটি ঘটে। পরে চালককে কিশোরগঞ্জ রেলস্টেশনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়। দ্বিতীয় চালককে দিয়ে ট্রেনটি নেওয়া হয় বলে জানা গেছে।
বিজয় এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে রাত ১০ টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার