মুন্সীগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকাসহ মো. আল আমিন নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার পলাশপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, পলাশপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০টাকা।
আটক আল আমিনের বিরুদ্ধে জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার