মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পূর্ব চামুটিয়া এলাকায় বিষপানে রুস্তম আলী (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ ভোরে রুস্তম আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
রুস্তম আলী ওই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/হিমেল