বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ দুপুর ১২টা থেকে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে সকাল ৮টা থেকে কয়েক দফা লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচল ব্যাহত হয়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হওয়ায় লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/হিমেল