নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর শিলমান্দী গ্রাম থেকে হাবিবুর রহমান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৬টার দিকে হাবিবুর রহমানের মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবুর সেই গ্রামের ওসমান গণির ছেলে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর