নওগাঁর সাপাহারে সোনাভান বিবি (২২) নামে এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছে। এ ঘটনায় স্বামী রুবেল হোসেনসহ ৩ জন আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
সাপাহার থানার ওসি শামসুল আলম জানান, আজ দুপুরে নিজ বাড়িতে রান্নার কাজে নিয়োজিত থাকা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামী রুবেল হোসেন (৩০), পাশ্ববর্তী বাড়ির সালেহা বিবি (৪২) ও রাজু (১৫) নামে ২ জন আহত হয়।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/হিমেল