ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চালক অজ্ঞাত (৩৫) নিহত হয়েছেন। রবিবার সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঘামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কোনো যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় সংকটাপন্ন অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/২৯এপ্রিল ২০১৮/ওয়াসিফ