নোয়াখালী পৌর সভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বজ্রপাতে স্কুলছাত্র ইকবাল হাসনাত পিয়ালের (১৩) মৃত্যু হয়। সে ওই গ্রামের সোহেল রানা জগলুর বড় ছেলে। সোহেল রানা জগলু নোয়াখালী রেজিষ্ট্রি অফিসে নকল নবিসের কাজ করে। আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পিয়াল ও তার কয়েকজন সহপাঠী মিলে তাদের বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে পিয়ালসহ তার সহপাঠীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। একপর্যায়ে পিয়াল মাঠে ফেলে আসা তার জুতা আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলের মৃত্যুর সংবাদে পিয়ালের মা পারভিন আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পিয়ালের মৃত্যুর খবর পেয়ে জিলা স্কুলের শিক্ষকগণসহ শিক্ষার্থীরা তার বাড়িতে ভিড় জমায়। এ সময় স্বজন ও সহপাঠীদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার