ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী মিলি বেগম (৩৫) এর লাশ রেখে স্বামী বিল্লাল শেখ।
রবিবার সকালে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার পৌর এলাকার কৈডুবি গ্রামের চার সন্তানের জননী মিলি বেগমের রহস্যজনক মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিলিকে হাসপাতালে নেবার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। এ সময় কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিলির স্বামী বিল্লাল শেখ। পরে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত মিলির বাবা ইনচু মুন্সী অভিযোগ করে বলেন, মিলির স্বামী বিল্লাল শেখ দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিল। সে একমাস আগে বাড়িতে আসে। বাড়িতে আসার পর বিভিন্ন সময় মিলিকে শারিরীক ভাবে নির্যাতন করতো। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সালিশ বৈঠকও হয়। তিনি বলেন, মিলিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বিল্লাল শেখ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিরাজ হোসেন বলেন, মিলির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মিলির স্বামী বিল্লালকে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন