মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর মরা নদীর পানিতে ডুবে বেলাল হোসেন জয় নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত বেলাল হোসেন জয় (১৩) মহম্মদপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে ও মহম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে মহম্মদপুর মরা নদীর পাড়ে খেলতে যেয়ে পনিতে পড়ে যা সে। সাতার না জানায় পানিতে হাবুডুবু খেয়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় কৃষকরা দূর থেকে লক্ষ করে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সাথে সাথে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান, পথের মধ্যেই সে মারা গেছে। তার সাথে থাকা লোকজন বুঝতে পারেনি।
গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন