মাগুরায় আজ দুপুরের দিকে ঝড় ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন শামীম (২৫), আলম (৩৫) ও মেহেদী (১৫)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সদর উপজেলার কামার বাড়ি এলাকায় শ্রীপুর উপজেলার জোকা গ্রামের ভ্যানচালক শামীম ও সদর উপজেলার রায়গ্রামে এলাকার আলম নামে দুই ব্যক্তি নিহত হয়। একই সময় শালিখা উপজেলার বুনাগাতি গ্রামে বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় ঝড় উঠলে টাওয়ার থেকে পড়ে মেহেদী নামে শ্রমিক নিহত হয়। তার বাড়ি জয়পুরহাটে, সে বিদ্যুৎ টাওয়ারের কাজ করতে এসেছিল বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার