সিরাজগঞ্জের শাহজাদপুর আদালত হতে জেলার কারাগারে নেয়ার পথে শনিবার সন্ধ্যায় হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশে রাতে ওই দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এরা হলো- শাহজাদপুর আমলী আদালতে কর্মরত মো. আব্দুল হাই ও বিদ্যুৎ কুমার।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রবিবার দুপুরে জানান, শনিবার সন্ধ্যায় মাদক ও চুরির মামলায় গ্রেফতার চার আসামিকে শাহজাদপুর আমলী আদালত থেকে অটোরিকশায় করে জেলা কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ মাদক মামলার চান্নু ও আতাউর পালিয়ে যায়। এঘটনায় পুলিশ সুপারের নির্দেশে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে আতাউর রহমান ওরফে আতা শেখকে (৩৪) রাতেই গ্রেফতার করা হয়েছে। তবে আরেক আসামি চান্নু শেখকে (২৫) এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই দুই আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন