বিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ছাত্রীদের মাঝে সততা শেখার লক্ষ্যে বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করা হলো সততা স্টোর।
বিদ্যালয়ের একটি কক্ষে সাজানো হয়েছে খাতা, বাহারি রংঙ্গের কলম, চিপসসহ বিভিন্ন প্রকার প্যাকেটজাত শুকনো খাবার। মূল্য দেখেই ক্রেতা শিক্ষার্থীরা পণ্য কিনে নির্দিষ্ট অর্থ বাক্সে রেখে দিবে।
দোকানদান বিহীন দোকান পেয়ে শিক্ষার্থীরা জানায়, আমরা এখান থেকে নির্ধারিত দামে সততার সাথে সহজে পণ্য কিনতে পারবো।
রবিবার এই স্টোরের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর।
এর আগে বিরামপুর উপজেলা চত্বরে উপজেলার প্রাথমিক শিশু শিক্ষার্থীর মা-দের নিয়ে মা সমাবেশ এবং শিশুদের দুপুরের খাবার নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। সততা স্টোরের উদ্বোধনের পর ছাত্রীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় ইউএনও তৌহিদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালামসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন