আওয়ামী লীগের ও ছাত্রলীগের দুই নেতার রাজনীতি নিষিদ্ধ ও বন্ধ করার হুমকি দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের নামে ভুয়া লিফলেট বিতরণ করে আতংক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ এপ্রিল রাতে উপজেলার মাধনগরের ভট্রপাড়ায় নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল) নাম ব্যবহার করে এ লিফলেট বিতরণ করা হয়। এঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছাত্রলীগ নেতা সেলিম রেজা নলডাঙ্গা থানায় সাধারন ডাইরি করেছে।
এলাকাবাসী ও নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে উপজেলার মাধনগরের ভট্রপাড়া গ্রামে পূর্ব বাংলা কমিউনিষ্ট (এমএল) পাটির নাম ব্যবহার করে কমলা কালারের কাগজে কম্পিউটারে লেখা এক পৃষ্টার চিঠি কে বা কাভারে ফেলে যায়। এ লিফলেটের তিনটি কপি ভট্রপাড়ার আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও দেওয়া হয়। লিফলেটের উপরে একটি পিস্তল ও গুলির চিত্র দেওয়া আছে। লিফলেটে মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওর্য়াডের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহার সরদার ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সেলিম রেজা কে গ্রাম্য বিচারের রাজনীতি তিন দিনের মধ্যে নিষিদ্ধ ও বন্ধ করা না হলে মৃত্যুর জন্য প্রতিটি অপেক্ষা করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
আর মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল মৃধা কে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের সংগঠন (সর্বহারা) পার্টিকে বিভ্রান্ত করছে বলে ওই লিফলেটে উল্লেখ করা হয়েছে।
এঘটনায় ছাত্রলীগের নেতা সেলিম রেজা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডাইরি করেছে। ছাত্রলীগের সেলিম রেজা দাবি করেন আমাকে ভয় দেখানোর জন্য আমাদের দলীয় লোকজন নিষিদ্ধ সংগঠনের নামে ভুয়া এ ধরনের লিফলেট দিয়ে আতংক তৈরি করা হচ্ছে।
এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বাংলা কমিউনিষ্ট (এমএল) নাম ব্যবহার কম্পিউটারে এক পৃষ্টায় লেখা ভুয়া একটি লিফলেট পাওয়া গেছে। সেখানে দুজনকে হত্যার হুমকি দিয়ে আতংক ছড়ানো হচ্ছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার