ফরিদপুরে নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করেছে ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’।
রবিবার সকালে মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষকলীগ নেতা, সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা একরামুল হক তপন, কামারখালী ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন সাবু, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর শাহা প্রমুখ।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায়ই নানা ধরনের সেবামূলক কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যতেও নানা ধরনের সেবামূলক কর্মসূচি নিয়ে হাজির হওয়ার অঙ্গীকার করেন দোলন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন