বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের আগুনে তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলা সদরের শহীদ ফজলুল হক মনি কারীগরি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে লাগা আগুনে নুরুর ব্যটারি চার্জের কোন, ইকবলে মুদি দোকান ও মানব মন্ডলের ফর্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাগেরহাট থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানিরা দাবি করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রবিউল কবির বলেন, ভোর রাতে তিনটি দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাগেরহাট থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার