পত্রিকাগুলো শিশুদের জন্য আগের মতো জায়গা দিচ্ছে না বলে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এক সময় পত্রিকাগুলোই সারাদেশে শিশু সংগঠন পরিচালনা করতো। সে রকম সংগঠনও এখন দেখা যাচ্ছে না। আজ দুপুরে নীলফামারী শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নবকলি খেলাঘর শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, সংগঠন থাকলে সেখানে আলাপ-আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও মুক্তচর্চায় শিশুরা অংশগ্রহণ করতে পারে। কিন্তু সেটি করতে পারছে না। শিশুদের বেড়ে ওঠা, মেধাবিকাশ, বুদ্ধিবৃত্তিক কার্যক্রমে সম্পৃক্তকরণের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
নবকলি খেলাঘর আসর নীলফামারী সদর উপজেলা কমিটির সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। এতে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, খেলাঘর কেন্দ্রীয় পরিষদের সদস্য আমিনুল হক বাবলু এবং শিশু আনন্দ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার