বগুড়ার গাবতলীতে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার বালিয়াদিঘী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৯টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের মৃত মালেক উদ্দিন মন্ডলের ছেলে দিনমজুর ডাবলু মন্ডল (৩৫) কালাইহাটা এলাকার জমিতে ধান কাটতে গেলে বজ্রপাতে মারা যায়। অপরদিকে, একইদিনে দুপুর দেড়টায় একই ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর আব্দুল হামিদের স্ত্রী সাজু বেগম (৩৬) তার স্বামীকে ধান বহনের বাং দিতে গেলে বজ্রপাতে মারা যায়।
বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার