আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমাজ সেবা সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মাঝে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ সেবা চালু করা হয়েছে।
উত্তরণ কম্পিউটার সেন্টার ও শিক্ষালয় নামে এ প্রশিক্ষণ কেন্দ্রে দেশের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জন্য আধুনিক তথ্য-প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হবে।
রবিবার দুপুরে সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি উত্তরণ কম্পিউটার সেন্টার ও শিক্ষালয়টির উদ্বোধন
করেন।
উদ্বোধন শেষে উত্তর খড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম(বার) ও পিপিএম'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন