মানিকগঞ্জের দৌলতপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত শফি উদ্দিন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের তুলণ্ড এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেক হাসপাতালে শফি উদ্দিনের মারা যাওয়ার বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেননি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান