মাদারীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় ৪ যুবককে আটক করেছে স্থানীয়রা।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ওসি তদন্ত আবু নাইম বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। হত্যারহস্য উদঘানের জন্য আটক যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর লাশগুমের চেষ্টা করছিল হত্যাকারীরা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান