নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফাহাদ আল মামুন (২১), একই উপজেলার মহব্বতপুর গ্রামের গরীব নেওয়াজ স্বপনের ছেলে শরীফ নেওয়াজ শোভন (২৪), লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেরাজ (৩৮), চন্দ্রপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. লিটন (৩০) শাখায়েত উল্যাহর ছেলে আরমান উদ্দিন রিহান (২০), নিজাম উদ্দিনের ছেলে
শরীফুল ইসলাম নিলয় (২১)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান