ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে শহরের পৈরতলা সড়ক সেতু সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে বলে মনে হচ্ছে। সকালে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ময়লার স্তূপের পাশে ফেলে রেখে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৮/হিমেল