জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক হাবিবুর রহমানের।
মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, শ্যামেরপাড়া গ্রামের আলিমুদ্দিন মন্ডলের ছেলে হাবিবুর রহমান ক্ষেতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাডুলী গ্রামে বজ্রপাতে বকুল মিয়া(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যমুনার চরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল বকুল। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার