জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শারীরিক গঠনের পাশাপাশি চরিত্র গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার অভাবে আমাদের যুবসমাজ বিপথগামী হচ্ছে। যুবসমাজ খেলাধুলায় অনুপ্রাণিত হলে তাদেরকে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে।
আজ সোমবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রেও বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। ক্রিকেটসহ বিভিন্ন ধরণের খেলাধুলায় আমরা সফলতা অর্জন করছি। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানচিত্রে দ্রুত পরিচিতি লাভ করছে।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. জয়নুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ও নির্বাহী সদস্য কোচ ফারুক ঢালী, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ফিরোজ, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।
সঞ্চালনে ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
বিডি প্রতিদিন/এ মজুমদার