পঞ্চগড়ের ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীতে অবস্থিত প্রাচীন পুকুর মহারাজার দিঘীতে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। পাখির নিরাপদ আবাস গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। আজ দুপুরে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এই অভয়াশ্রমের উদ্বোধন করেন প্রধনমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
এসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ( এটু আই প্রকল্প) নাঈমুজ্জামান মুক্তা, জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা, অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু উপস্থিত ছিলেন ।
অভয়াশ্রমের জন্য মহারাজার দিঘীর পাড়ের বিভিন্ন গাছে সাড়ে চারশ কলশ এবং পাখিদের খাবারের জন্য লটকন গাছ রোপন করা হয়। এছাড়াও আরও ফলের গাছ রোপন ও পাখি ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক নাটক পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৫৬ একর জুড়ে ঐতিহাসিক এই মহারজার দিঘী খ্রিষ্ট্রিয় অষ্টম শতকে রাজা পৃথ্বিরাজ খনন করেন। প্রায় ২৭ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ভিতরগড় দুর্গনগরিও গড়ে তোলেন তিনি। এই দুর্গনগরিতেই অবস্থিত মহারাজার দিঘীর চারটি পাড় জুড়ে বিশালকৃতির গাছ ও দিঘীর পানিতে শীত কালে হাজার হাজার অতিথি পাখি আসে। অন্যান্য সময়ও এখনে প্রচুর পাখির বিচরণ রয়েছে। এসব দিক বিবেচনা করে এই দিঘীকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক জহিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাখির এই অভয়াশ্রমের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ লাগানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার